রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে করোনা থেকে মুক্তি ও সকলের সুস্থ্যতা কামনা করে বাদ যোহর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা রেজাওয়ানুল আলম, ডা নাইমুল হাসনাত নাইম, ডা ফাড়িয়া আক্তার এবং স্বাস্থ্য সহকারী কয়কজন করোনা ভাইরাসে আক্রান্ত। তাদের রোগমুক্তি কামনায় এই দোয়া মুনাজাতের আয়োজন করেন।

রবিবার সকাল থেকে কোরআনে হাফেজরা হাসপাতালের মসজিদে কোরআন তেলোয়াত ও বাদ যোহর দোয়া ও মোনাজাত করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাসপাতালের মসজিদের ঈমাম মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান।

দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন ডাঃ রাসেল আহম্মদ ভূঁইয়া, হাসপাতালের প্রধানসহকারী মাহমুদুর রহমান,  ডাঃইকবাল,হারবাল এ্যাসিন্টেড ইউছুফ,উপজেলা সাস্থ্য পরিদর্শক মোঃ আলাউদ্দিন , মেডিক্যাল টেকনোলজিস্ট মোঃ মোশারফ হোসেন । হাসপাতালের সামনের ব্যবসায়ীগন হাফেজ মাওলানা ইব্রাহীম, মাওলানা নজরুল ইসলাম,মোঃ ওসমান, মোঃ তানভীর। হাসপাতালের সকল স্টাফ ও মনপুরা ডায়াগনস্টিক সেন্টারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন