ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ইউনিটটিতে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ সদরের আমেনা খাতুন (৭০) ও গফরগাঁও উপজেলার হেলাল উদ্দিন (৫০) নামে দুইজন মারা গেছেন। ডা. মুন আরও জানান,

বর্তমানে আইসিইউতে ৩ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৩৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১ জন করোনা পজিটিভ। করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছে ১০ জন।