মো: আজিজুর বিশ্বাস|স্টাফ রিপোর্টার নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার ১২ ইউনিয়নের ১১৯ জন গ্রাম পুলিশ পেটে ক্ষুধা – কাধে দায়িত্ব নিয়ে তার কর্তব্য কাজ পুলিশের সাথে কাধে কাধ মিলিয়ে সৎ ও নিষ্ঠার সাথে পালন করছেন।
অভিযোগ সুত্রে জানা যায় লোহাগড়া উপজেলার সকল গ্রাম পুলিশ ২১ মাসের যাতায়ত ভাতা ও তিন মাসের বেতন পাই নাই। তারা বলেন অধিকাংশ গ্রাম পুলিশ দরিদ্র। এতোদিন বেতন ভাতা বন্ধ থাকায় আমরা মানবেতর জীবন কাটাচ্ছি।
উপজেলা গ্রাম পুলিশের সাধারন সম্পাদক মোঃ হারুন শেখ বলেন আমরা সামান্য বেতনের চাকুরী করি তারপর যদি আমাদের বেতন ভাতা বন্ধ থাকে তাহলে আমাদের চলতে খুবই কষ্ট হয়। আপনারা জানেন আমারা গ্রাম পুলিশ সমাজের আইন শৃংখলা রক্ষায় পুলিশের সাথে নিরলোশ ভাবে কাজ করছি। আমাদের জেলা প্রশাসক মহোদয়ের নিকট আবেদন তিনি আমাদের বিষয়টি সমাধান করবেন বলে আমি আশাবাদ ব্যাক্ত করছি।
এব্যাপারে নড়াইলের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।
মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।