গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৫৭টি নমুনা পরীক্ষা করে ৮২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৪ দশমিক ৪১ শতাংশ। এসময়ে করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৭৪ জন নগরের ও ৮ জন আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী, হাটজাজারী, সন্দ্বীপ ও মিরসরাই উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৯০৪ জন। এর মধ্যে নগর এলাকার ৭৪ হাজার ৫০৪ জন এবং বিভিন্ন উপজেলায় ২৮ হাজার ৪০০ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৩৩ জনের মধ্যে ৭২৩ জন নগরের এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।