টিকা বণ্টনের ক্ষেত্রে সমতা কোভিড মহামারীর অবসান ঘটাতে পারে। এ জন্য ২০২২ সালের জুলাই মাসের মধ্যে প্রত্যেক দেশের ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে হবে। এটা পারলে করোনা মহামারী অবসানের দিকে যেতে পারবে বিশ্ব। গত মঙ্গলবার (৪ জানুয়ারি) এসব কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়াসেস।

ওয়ান ক্যাম্পেইন নামে দারিদ্র্য নিরসন ও রোগ মোকাবেলা নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের টুইট শেয়ার করে এসব কথা বলেন ডব্লিউএইচও প্রধান।

তিনি বলেন, ‘আগামী জুলাইয়ের মধ্যে সব দেশের ৭০ শতাংশ মানুষকে টিকা দেয়ার লক্ষ্যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় ওয়ান ক্যাম্পেনকে ধন্যবাদ। আমরা যদি টিকা বণ্টনের ক্ষেত্রে এ সমতা অর্জন করতে পারি, তাহলেই মহামারীর অবসানের দিকে যেতে পারব।