ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শাহ আলম (২২) নামের এক যুবক নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, রাতে নিপাহ ভাইরাসে আক্রান্ত যুবক মারা গেছেন। গত (১০ ফেব্রুয়ারি) তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে মৃতের ভগ্নিপতি রাসেল মিয়া বলেন, শাহ আলম একটি চীনা কোম্পানিতে কাজ করতো। গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) জ্বর অনুভব করায় তাকে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়ানো হয়।
পরদিন (১০ ফেব্রুয়ারি) তার জ্বর বেড়ে গেলে মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাতেই সেখান থেকে ঢামেক হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।
আজ (১৩ ফেব্রুয়ারি) রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বলেন, শাহ আলমের বাড়ি নরসিংদীর রায়পুরা এলাকায়। তিনি ওই এলাকার জালাল হোসেনের ছেলে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।