নয়ন হাসান | বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে গত দু’দিনে ডায়রিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে ২২টি শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

 

এব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সোলায়মান হোসেন মেহেদী জানান-প্রতি বছরই আবহাওয়া পরিবর্তনের সময় ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাবে শিশু ও বয়স্করা আক্রান্ত হয়ে থাকেন। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বিরামপুর ছাড়াও অন্যান্য উপজেলা থেকেও রুগী আসছে।

 

স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও জনবল কম থাকা সত্বেও আমরা প্রতিনিয়ত অতি যত্ন সহকারে রুগীদের চিকিৎসা প্রদান করছি। হাসপাতালে ঔষধপত্রের কোন সংকট নেই বলে ও জানান তিনি।

 

তিনি আরও জানান-গতকাল সোমবার থেকে হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত ১৪ শিশু ও মঙ্গলবার দুপুর পর্যন্ত ৮ শিশুসহ মোট ২২টি শিশু ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপতালে চিকিৎসা নেওয়ার পর অনেক কিছু ডায়রিয়া রুগীর শরীরিক অবস্থা উন্নতি হলে,তারা ছাড়পত্র নিয়ে তাদের নিজ বাড়িতে চলে গেছেন।