দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও হাসপাতালে ২২০ জন ভর্তি হয়েছেন। রবিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ঢাকার বাসিন্দা ১০৪ জন এবং ঢাকার বাইরে ১১৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ২৯৮ জন। এরমধ্যে ২৬৬ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৯৭২ জন।
উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। মারা যান ১০৫ জন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।