পুরুষের চেয়ে নারীদের ইউরিন ইনফেকশনে বেশি হয়। তবে পুরুষরাও হতে পারেন এই সমস্যার শিকার। কিডনি, ব্লাডার, ইউরেথ্রা, ইউরেটার টিউব হয়ে প্রস্রাব বাইরে যায়।

এই অঙ্গগুলোকে একত্রে বলা হয় ইউরিনারি ট্র্যাক্ট। এই অঙ্গগুলোর মধ্যে কোনো একটিতে ইনফেকশন হলে বুঝবেন সমস্যা আছে। এই ব্যাধির নামই হলো ইউটিআই। একবার হলে বারবার হতে পারে ইউরিন ইনফেকশন।

যেসব কারণে পুরুষের ইউটিআই হয়?

পুরুষের প্রস্টেট গ্ল্যান্ড ফুলে গেলে ইউরিন বের হতে চায় না। এ কারণে ইউরিনে ব্যাকটেরিয়া জমতে থাকে। এমনকি জীবাণু নিজেদের সংখ্যায় বাড়াতে থাকে। সে ক্ষেত্রে কিছুদিনের মধ্যেই হয় ইউরিন ইনফেকশন। এ ছাড়া কিডনির অসুখ থাকলে হতে পারে সংক্রমণ।

লক্ষণসমূহ
১. প্রস্রাবের সময় ব্যথা
২. জ্বালাপোড়া
৩. বারবার প্রস্রাব হওয়া
৪. হঠাৎ করে প্রস্রাবের বেগ পাওয়া
৫. তলপেটে ব্যথা
৬. প্রস্রাবের সঙ্গে রক্ত পড়া।