কিশোরকালে সাধারণত মুখে ব্রণ ওঠে থাকে। আবার অনেক সময় এর পরেও ব্রণ দেখা যায়। এটাকে বিলম্বিত ব্রণ বলে থাকি। এবংকি দেখা যায়, ৪০ পেরিয়ে ব্রণ হচ্ছে এবং সহজে ভালো হচ্ছে না। এইসব ব্রণের ক্ষেত্রে আগে পরীক্ষা-নিরীক্ষা করে তার ব্রণ নিতে হয়।

ওজন বেশির মতো বেশ কিছু কারণেও ব্রণ ভালো হয় না। ব্রণ দূরে লেজার ট্রিটমেন্ট- ব্রণের অনেক ধরনের চিকিৎসা আছে। সেগুলো যদি কাজে না আসে তবে লেজার ট্রিটমেন্ট করে থাকি। লেজার দিয়ে আমরা যে জিনিস কিল করতে পারি, তা অ্যান্টিবায়োটিক দিয়েও সম্ভব।

ত্বকের উপরিভাগ লেজার ব্যবহার করে কোমল করার পর কেরাটিনাস প্রাগগুলো সাকশান দিয়ে পরিষ্কার করা হয়। ব্রণের এই চিকিৎসা পুরো নির্ভর করে ত্বকের ধরন ও মান, রোগীর বয়স ও তার কর্মের ধরনের ওপর। তবে লেজার ট্রিটমেন্টের জন্য রোগীকে ধৈর্য্য ধরতে হবে। এটি সময়সাপেক্ষ বিষয়।

 

কলমকথা/বি সুলতানা