আজ ১২-ই ফেব্রুয়ারি সকাল ১০ টায় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই সুস্থ মন।
সেমিনারটির আয়োজন করে স্টামফোর্ড ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ক্লাব, উক্ত সেমিনারে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান, তিনি বলেনঃ
সমাজ থেকে আমরা যদি প্রতি স্তরে দুর্নীতি বর্জন করতে পারি তবেই বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে।
– Values measure the capacity which is right and which is wrong।
ইমোশন হলো ড্রাইভার আর এটার সময়কাল ৩০ সেকেন্ড এরও কম এবং এটা দিয়ে আমি এমন কিছু করে বসি যেটা দিয়ে আমার, আমার পরিবার, সমাজ, আমার দেশ এর ক্ষতি হয়ে যায়।
আমাদের চিন্তায়, আমাদের অনুভূতিতে, আমাদের ব্যবহারে দুর্নীতি মুক্ত হবে বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার আবদুল মতিন তিনি বলেনঃ
তরুণরাই দেশের হাল ধরবে।
কোষাধ্যক্ষ প্রফেসর ড মোহাম্মদ জিয়াউল হাসান বলেনঃ
আমরা মানুষ হিসেবে সৎ থাকবো, তাহলেই আমরা এগিয়ে যাবো।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি ট্রাস্টিজ বোর্ডের সম্মানিত সদস্য রুমানা হক রিতা, ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র এসিস্টেন্ট কোঅর্ডিনেটর ও সিভিক এনগেজমেন্ট হোজ্জাতুল ইসলাম। এছাড়াও স্ট্যামফোর্ড ইয়েস ক্লাবের এডভাইজার ড. মাহমুদা পারভিন এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার এর এডভাইজার রেহানা আক্তার।
মানসিক স্বাস্থ্য বিষয়ক স্পিকার হিসাবে ছিলেনঃ
শায়ক লোহানী, সাইকোথেরাপিস্ট এবং সাইকো-সোশ্যাল কাউন্সিলর।
উক্ত সেমিনারের সভাপতিত্ব করেন স্টামফোর্ড ইয়েস ফোরামের সভাপতি আকাশ চন্দ্র দাস, তিনি নতুন শিক্ষার্থীদের স্টামফোর্ড ইয়েস ক্লাবে যুক্ত হওয়ার জন্য আহ্বান করেন আর সবাই মিলে দুর্নীতি রুখব একসাথে এই প্রতিজ্ঞা করেন।
সেমিনারে সঞ্চালনার দায়িত্বে ছিলেন, স্ট্যামফোর্ড ইয়েস ক্লাবের এডভাইজার ড. মাহমুদা পারভিন এবং ইয়েস সদস্য নুসরাত আলম ভূঁইয়া।
সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রধান করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।