![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/01/5ee9d207-be9a-42a0-b384-4cac4c299dba_wl.jpg)
করোনাভাইরাসের (সার্স-কভ-২) নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে শরীরে ইমিউনিটি বা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে মডার্না বা ফাইজারের এমআরএনএ ভিত্তিক বুস্টার ডোজ প্রয়োজন। ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের (এমজিএইচ) র্যাগন ইনস্টিটিউট, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সমীক্ষায় উঠে এসেছে এ তথ্য।
গবেষণার ফলাফল অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এর প্রচলিত টিকার ডোজগুলো করোনার ওমিক্রন ধরনের বিরুদ্ধে কার্যকর অ্যান্টিবডি তৈরি করতে পারছে না। গবেষণাপত্রের সিনিয়র লেখক আলেজান্দ্রো বালাজ বলেছেন, “বর্তমান টিকাগুলো ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা দেয় কিনা তা জানতে সবাই মরিয়া হয়ে উঠেছিল।”
কীভাবে সংক্রামক রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করা যেতে পারে তা নিয়ে র্যাগন ইনস্টিটিউটে নিজের ল্যাবোরেটারিতে গবেষণা করছেন বালাজ।
র্যাগন ইনসটিটিউটের সাবেক চিকিৎসা-বিজ্ঞানী, এমজিএইচ-এর ক্লিনিক্যাল প্যাথলজি রেসিডেন্ট ও এই গবেষণাপত্রের প্রধান লেখক উইলফ্রেডো এফ গার্সিয়া-বেল্ট্রানের সহযোগী হিসেবে গবেষণায় কাজ করছেন আলেকজান্দ্রো বালাজ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।