ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা এর মত বিনিময় সভা অনুষ্ঠিত

মো:শামসুর রহমান
গাইবান্ধা প্রতিনিধি।

বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছায় করি রক্তদা ন হাসবে রোগী বাচবে প্রাণ এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি হল রুমে সংস্থার পরিচালক আরাফাতুল্লা হাসান এর সভাপতিত্বে ও শামসুর রহমান হৃদয় এর সঞ্চালনায় মত বিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন।


সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক হারুন আর রশিদ বাদল, বাংলাদেশ মানববাধিকার কমিশন গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি এ কে এম সালাউদ্দীন কাশেম, চেরায়ম্যান জিটিভি ও কলকাতা টেলিভিশন (জেলা প্রতিনিধি)আরিফুল ইসলাম, জেলা প্রতিনিধি জেটিভি আখতার হোসেন খান ওপেল, স্টাপ রিপোর্টার জিটিভি রিপন হাসান, ব্লাড ডোনার’স ইন গাইবান্ধা এর সাকিব, শান্ত, গুভ, তানভীর, জুই প্রমুখ।

মতবিনিময় আলোচনা শেষে কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিয়োগীতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়