অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান স্ব-পরিবারে করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়াগেছে। অভয়নগর থানা পুলিশ সূত্র ওসি মনিরুজ্জামানের করোনা আক্রান্তের খবরটি নিশ্চিত করেন।
সূত্র জানায়, সম্প্রতি অসুস্থ্যতা বোধ করলে ওসি মনিরুজ্জামান থানা থেকে ছুটি নিয়ে ঢাকায় পরিবারের কাছে যান।
সেখানে তিনিসহ পরিবারের সকলের করোনা পরীক্ষা করালে ওসি মনিরুজ্জামান, তার স্ত্রী ও ছোট মেয়ের করোনা পজিটিভ শনাক্ত হয়।
বর্তমানে তারা তিনজনই ঢাকায় আগারগাও পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে সূত্র নিশ্চিত করেছে। ওসি মনিরুজ্জামানসহ তার পরিবারের সকলের সুস্থ্যতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।