যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের এম পি এ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই করোনা মুক্ত হয়েছেন। দ্বিতীয়বার নমুনা পরীক্ষার পর ২৯ জুন জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে থেকে তার করোনা নেগেটিভ দেয়া হয়েছে।
এরআগে তিনি ২৬ জুন করোনা পজেটিভ হয়েছিলেন। সোমবার সকালে দ্বিতীয়বার তার নমুনা সংগ্রহ করা হয়। করোনা পজেটিভ হওয়ার পর থেকে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। তিনি সেখানেই চিকিৎসাধিন রয়েছিলেন। এমপি জুঁই মোবাইল ফোনে করোনা নেগেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সংসদে প্রবেশের আগে বাধ্যতা মূলক করোনা চেষ্ট করতে হয়। সে কারণে ২৫ জুন জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে নমুনা দেন।
২৬ জুন রিপোর্ট আসে তিনি করোনা পজিটিভ। এরপর গত ২৮ জুন সকালে দ্বিতীয বারের মত জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টার থেকে তার নমুনা গ্রহণ করা হয়। মঙ্গলবার বিকেলে রিপোর্ট দেয়া হয় তিনি করোনা নেগেটিভ। এদিকে মঙ্গলবার বাদ আছর ঘাসিপাড়া জামে মসজিদে এমপি জুঁই এর রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া খায়ের করেন ঘাসিপাড়া জামে মসজিদের ইমাম মাহবুবুর রহমান।
এসময় অশ্রুকন্ঠে মসজিদের বাহিরে থেকে আমিন আমিন বলতে থাকেন দিনাজপুর জজকোট আইনজীবী সহকারী মিস মেরী বেগম। এর মধ্যে নিজের ফেসবুকে পোষ্ট ছাড়েন এমপি আলহামদুলিল্লাহ, সকলের দোয়ায় আমার করনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে! যারা রোগমুক্তি কামনা করে মহান সৃষ্টিকর্তর নিকট দোআ করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এমপি জুঁই ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।