করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। প্রায় প্রতিদিনই মৃত্যুর নতুন নতুন রেকর্ড গড়ছে। শোবিজ অঙ্গনের অনেকেও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারাও গেছেন কেউ কেউ।

এবার এই মহামারিতে আক্রান্ত হলেন দেশের নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ৩১ জুলাই (শনিবার) ফারুকী নিজেই ফেসবুকে এক পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেন।

ফারুকী বলেন, ‘সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মেনে চলার পরও আমি পজিটিভ। তাই দয়া করে সবাই নিজের যত্ন নিন এবং মনোবল দৃঢ় রাখুন।’

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর ফারুকী এখন কোথায়, কীভাবে চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে কিছু জানাননি।

উল্লেখ্য, গত ৯ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত প্রথম ওয়েব ফিল্ম ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। যাতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, ইরেশ যাকের, মুকিত জাকারিয়া, পাভেল আরিন, মারিয়া নূর প্রমুখ।