দীর্য ৬মাস পর বাগেরহাটের চিতলমারীতে সনাক্ত হয়েছে কোভিড-১৯রোগী। চিতলমারী সদর বাজারের ব্যবসায়ী আলী হোসেনের স্ত্রী রেখা বেগম করোনা পজেটভি।এখবরে আশে পাশের লোকজন শংকায় রয়েছে।
প্রায় ৬মাস চিতলমারী করোনা মুক্ত থাকলেও খুলনা পিসিআর ল্যাবে টেস্ট করলে রেখা বেগমের রিপোর্ট পজেটিভ আসে।
আজ ২৫/৫/২০২১ তারিখ মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা প্রশাসন বাড়িটি লক ডাউন ঘোসনা করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লিটন আলী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান,ওসি (তদন্ত)মোঃ ইকরাম হোসেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন বলেন, খুলনা পিসিআর ল্যাবে রেখা বেগমের করোনা পজেটিভ সে। এখন তার জ্বর আছে এবং তাকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।প্রশাসনের তরফ থেকে বাড়িটি লক ডাউন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।