মোঃ রিয়াদ চৌধুরী | জীবননগর প্রতিনিধিঃ সারাদেশব্যাপী করোনার ভাইরাসের প্রকোপ বৃদ্ধি হওয়ার কারণে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পুলিশের উদ্যোগে সাধারণ জনগণকে মাস্ক ব্যবহারের উৎসাহিত করা সহ সাধারণ জনগণকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
জানা যায়, গত বছরের শেষের দিকে করোনা ভাইরাসের প্রকোট কম থাকলেও নতুন বছরে মার্চের শুরুর দিকে করণা ভাইরাসের প্রকোপ দিন দিন বৃদ্ধি পেতে থাকে। এরই ধারাবাহিকতায় সরকারি নির্দেশ মোতাবেক প্রতিটি মানুষকে মাস্ক ব্যবহারের প্রতি সর্তকতা জারি করা হয়। তারই ফলশ্রুতিতে জীবননগর থানা পুলিশের উদ্যোগে এবং জীবননগর থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জীবননগর বাজারে জনসাধারণের প্রতি করোনা ভাইরাসের মহামারী সতর্কতার সাথে মাস্ক ব্যবহারের প্রতি অনুরোধ জানান।
আর এ সময় জীবননগর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, সরকারি নির্দেশ মোতাবেক প্রতিটি মানুষকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে সেই সাথে সাধারণ জনগণকে অবশ্যই সরকারি নীতিমালা মেনে চলাফেরা করতে হবে। তাহলে আমরা করোনাভাইরাস এর মহামারী প্রতিহত করতে পারবে বলে আমি মনে করি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।