দেশের বেশ কয়েকটি অঞ্চলে কোভিড-১৯ ভ্যাকসিনের নিবন্ধন বুথ চালু করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি বাংলাদেশ)। করোনাভাইরাসের টিকা গ্রহণে গ্রামীণ জনপদের মানুষকে উৎসাহ দিতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর ফলে বিএটি বাংলাদেশ সংশ্লিষ্ট কৃষক, রিটেইলার ও মাঠপর্যায়ের কর্মীরা এসব বুথে গিয়ে করোনা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
গত ৪ আগস্ট থেকে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় জেলা সদর রোডের আবহাওয়া অফিস মোড়ে অগ্রণী ট্রেডিং কর্পোরেশন লিমিটেড বিএটি বাংলাদেশের পক্ষে টিকা নিবন্ধনের এই সেবা দিচ্ছে। টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর এই কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী নুসরাত এদিব লুনা।
এ সময় অগ্রণী ট্রেডিং কর্পোরেশন লিমিটেড টাঙ্গাইল শাখার বিজনেস ম্যানেজার মো. বেনজির কবীর ও সিকিউরিটি অ্যান্ড পাবলিক রিলেশনস ম্যানেজার মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এদিকে কক্সবাজারে বিএটি বাংলাদেশের পক্ষে করোনা টিকা নিবন্ধনের কাজ চলছে। বিএটি বাংলাদেশের কক্সবাজার জেলার পরিবেশক আমিনুল ইসলামের তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। অন্যদিকে বিএটি বাংলাদেশ পার্বত্য জেলা বান্দরবানের আলিকদম, লামা ও চকরিয়াতে স্থানীয় কৃষকদের মাঝে টিকা কার্যক্রম নিশ্চিত করেছে।
এ কার্যক্রমের অধীনে এখন পর্যন্ত ছয় শতাধিক মানুষের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এছাড়া বিএটি বাংলাদেশের তত্ত্বাবধানে টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে ঢাকা, কুষ্টিয়াসহ অন্যান্য জেলাতেও। রাজধানীতে বিএটি বাংলাদেশের সহযোগিতায় নিয়োজিত ব্যক্তি এবং রিটেইলারদের টিকাদান নিশ্চিত করতে নিবন্ধন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সেলস ম্যানেজার ও সেলস সুপারভাইজাররা এই দায়িত্ব পালন করছেন। আগামী ১০ দিনের মধ্যে প্রায় চার হাজার মানুষের নিবন্ধন সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
সম্মিলিতভাবে এখন পর্যন্ত বিএটি বাংলাদেশের ১৫ হাজার মাঠকর্মী টিকা রেজিস্ট্রেশনের আওতায় এসেছেন। বিএটি বাংলাদেশ সরকারের টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম সফলভাবে নিশ্চিতকরণে সহায়ক ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটি তাদের কর্মী ও ব্যবসায়িক সহযোগীদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।