স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী আগামী ডিসেম্বর মাসের মধ্যে সারা দেশে ৪০ শতাংশ জনগোষ্ঠিকে করোনা টিকা দিতে হবে। এ লক্ষ্যে শনিবার থেকে সপ্তাহব্যাপী জেলার ১৯৫টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ১২৫টিতে টিকা দেওয়া হবে। প্রতিটিতে ৪০০ জন করে মোট ৫০ হাজার ব্যক্তিকে টিকা দেওয়া হবে।’

তিনি আরও জানান, ওই ১২৫ কেন্দ্রের মধ্যে জেলা সদরের ৩০টি কেন্দ্রে ১২ হাজার টিকা, জলঢাকার ৩০ টিতে ১২ হাজার, ডোমারে ২০টিতে আট হাজার, ডিমলায় ২০টিতে আট হাজার, কিশোরগঞ্জে ২০টিতে আট হাজার ও সৈয়দপুর উপজেলার পাঁচটিতে দুই হাজার জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হবে। জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।