বাঘারপাড়া (যশোর) থেকে আজম খানঃ যশোরের বাঘারপাড়ায় গত ২৪ ঘণ্টায় আরো ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ২৭৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯২ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।
এদিকে শনিবার সকালে মাস্ক না পরা ও স্বাস্থ্য বিধি না মানায় উপজেলা সদরের চৌরাস্তা মোড়ের শোভন ড্রাগ হাউজকে ৫’শ টাকা, চাড়াভিটা বাজারের এক কাপড় ব্যবসায়ীকে ৫’শ টাকা ও এক পথচারিকে ২’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. শাহ-আলম রুবেল জানিয়েছেন, শনিবার ২৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৮ টি নমুনা র্যাপিড এন্টিজেন টেষ্ট করা হয়। এতে ৭ জন পজিটিভ আসে। বাকী নমুনা পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একই দিনে আগে নমুনা পাঠানো পিসিআর ল্যাবে পরীক্ষার ফলাফলে আরো ২ জন পজিটিভ আসে।
নিবার্হী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত জানান, সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে ও করোনা সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।