৭ই সেপ্টেম্বর মঙ্গলবার  সকালে শেরপুর সদর উপজেলার ৩নং বাজিতখিলা ইউনিয়নের বাজিতখিলা আমির আলী সরকার উচ্চবিদ্যালয়ে কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের কার্যক্রমের উদ্বোধন করেন ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম।

 

এসময় উপস্থিত ছিলেন,  ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদের সচিব রতন কুমার নাগ, ৩নং বাজিতখিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শাহিদা আক্তার, বাজিতখিলা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ হাসমত উল্লাহ, স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আলী, স্বাস্থ্য সহকারী পরিদর্শক রওশন আক্তার ভানু, স্বাস্থ্য সহকারী রবিউল ইসলাম, খোদেজা বেগম,নুরে আলম, পরিবার কল্যাণ সহকারী শামছুন নাহার, শারমিন সুলতানা, সালেহা খাতুন,  মানবাধিকার সংস্থা “আমাদের আইন” বাজিতখিলার শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাকিল আহম্মেদ, নারী ও মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা খাতুন, তথ্য ও প্রচার সম্পাদক রজব আলী।

এরপর দুপুরে বাজিতখিলা আমির আলী সরকার উচ্চবিদ্যালয়ে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের কেন্দ্র পরির্দশন করেন শেরপুর জেলা সিভিল সার্জন ডা. এ. কে. এম. আনোয়ারুর রউফ

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, আজকে ৩নং বাজিতখিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সুলতানপুর গ্রামের জনসাধারণকে কোভিড-১৯ প্রতিরোধে করোনার ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।পর্যায়ক্রমে বাকি ওয়ার্ড গুলোতে করোনার ভ্যাকসিন দেওয়া হবে।

করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

৩নং বাজিতখিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নারী পুরুষ শান্তিপূর্ণভাবে লাইনে দাড়িয়ে করোনা ভ্যাকসিন এর দ্বিতীয় ডোজ গ্রহণ করে।