ভারতে একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮১ হাজার ৪৬৬ জন। গত ছয়মাসের মধ্যে এটিই সর্বোচ্চ শনাক্ত বলে জানা গেছে। এতে করে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো প্রায় এক কোটি ২৩ লাখ। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ করোনা রোগী এখন ভারতে। শুক্রবার (২ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ভারতে করোনার আক্রমণে সবচেয়ে বেশি বিপর্যস্ত মহারাষ্ট্র রাজ্য। শুক্রবার একদিনেই এখানে নতুন রোগী পাওয়া গেছে ৪৩ হাজার ১৮৩ জন। গতবছরের মার্চে করোনা ছড়িয়ে পড়ার পর রাজ্যটিতে এটিই সর্বোচ্চ সংক্রমণ।
গত বছরের গোড়ার দিকে করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য ভারত বিশ্বের অন্যতম কঠোর লকডাউন দিয়েছিল। তবে অর্থনীতি পুনরুদ্ধার করার জন্য তা শিথিল করা হয়। পরে করোনা আক্রান্তের সংখ্যাও ধীরে ধীরে কমে আসছিল। এ বছর ফের করোনার নতুন ধাক্কা দেশটির সরকারকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।