মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পর ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান ও তার সহধর্মিণী ডা. মৌসুমী তানিয়া করোনায় আক্রান্ত হয়েছেন।

বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও তার সহধর্মিণী ডা. মৌসুমী তানিয়া ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার নিজ কোয়াটারে সেল্ফ কোয়ারান্টাইনে রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের কোভিড-১৯ ল্যাবে পাঠানো হয়। রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাছিবুল হাসান সনেট জানান, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান করোনা ভাইরাস সংক্রমণ শুরু থেকেই নিয়মিতভাবে করোনা সংক্রমণ রোধে উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থান, হাট-বাজারসহ বিভিন্ন গ্রামে ঘুরে মানুষকে সচেতন ও সেবা দিয়ে আসছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরুল হুদা খান জানিয়েছেন, ঈশ্বরগঞ্জ হাসপাতালে তার নিজস্ব কোয়ার্টারে আইসোলেশন আছেন তিনি। ১ জানুয়ারি ২০২০ ঈশ্বরগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে হাসপাতালের কোয়াটারে থাকেন তিনি।