মোস্তফা কামাল, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ এতদ্বারা অত্র সাগরদাঁড়ী ইউনিয়নে চিংড়া, শেখপুরা, সাগরদাঁড়ী ও কোমরপুর গ্রামের ১৮ বছর আইডি কার্ডধারী সকল নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকার কোভিট -১৯ টিকা গ্রহন বাধ্যতামুলক সেজন্য। আগামী

০৭-০৮-২১/০৯-০৮-২১/১০-০৮-২১/১২-০৮-২১ ইং আগষ্ঠ তারিখ (৪দিন) সকাল থেকে সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে টিকা দেওয়া হবে। টিকা গ্রহণের পূর্বে আপনাকে আইডি কার্ড নিয়ে ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারে/নিকটস্থ ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান থেকে রেজিষ্ট্রেশন করতে হবে। টিকা গ্রহনের দিন অবশ্যই টিকা রেজিষ্ট্রেশন কার্ড ও মুল আইডি কার্ড সংগে আনতে হবে। মাস্ক পরে আসতে হবে। কোভিট-১৯টিকা গ্রহণ করি,সুস্থ্য থাকি।

প্রচারেঃ- কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, চেয়ারম্যান সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ কেশবপুর, যশোর