করোনায় কুষ্টিয়া হাসপাতালে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাঁরা। আজ সোমবার (২৩ আগস্ট) কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিক‌্যাল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম এসব তথ্য জানিয়েছেন। ডা. আশরাফুল আরো জানান, বর্তমানে হাসপাতালে ১০১ জন করোনায় আক্রান্ত রোগী ও ৩২ জন উপসর্গ নিয়ে মোট ১৩৩ জন ভর্তি রয়েছেন।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫.৫৬ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনা পরীক্ষা করেছেন ৯৬ হাজার ৪২২ জন। এদের মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ৯১ হাজার ২৫৪ জন। রিপোর্টের অপেক্ষায় রয়েছে ৫ হাজার ১৬৮ জন রোগী। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩০৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৮৫৯ জন। জেলায় করোনায় মারা গেছেন ৭০৬ জন।