চট্টগ্রামেও করোনা পরিস্থিতি ভয়াবহ। আগের রেকর্ড ছাড়িয়ে করোনায় চট্টগ্রামে একদিনে ৯ জন মারা গেছেন।
এ নিয়ে জেলায় জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪২৩ জনে। গত এক বছর ধরে দৈনিক মৃত্যু ২-৩ জনে সীমিত থাকলেও রোববার (১১ এপ্রিল) মৃত্যুতে এ যাবতকালের সব রেকর্ড ছাড়িয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা.সেখ ফজলে রাব্বি। রোববার দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। এর মধ্যে নগরীতে ৬ জন এবং বিভিন্ন উপজেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে ১ হাজার ৮শ ৬৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২শ ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৩শ ১৯ জনে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।