ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কমেছে। প্রায় চার মাস পর ভারতের দৈনিক করোনা সংক্রমণ ৩০ হাজারের ঘরে নেমেছে। ১২৫ দিন পর এতটা কম হল দেশেটির দৈনিক আক্রান্তের সংখ্যা।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশেটিতে নতুন আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৯৩ জন। এ নিয়ে দেশেটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১১ লাখ ৭৪ হাজার ৩২২ জন। এদিকে সংক্রমণের পাশাপাশি দেশটিতে করোনায় দৈনিক মৃত্যুও কমছে। সোমবারই দেশটিতে করোনায় মৃত্যু পাঁচশ’র নীচে নেমেছিল।
গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩৭৪ জন করোনা আক্রান্তের। ৩১ মার্চের পর প্রথমবার একদিনে মৃতের সংখ্যা এত কম হল। করোনায় ভারতে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ১৪ হাজার ৪৮২ জন। এছাড়া দেশটিতে আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হারও বেড়েছে।