ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন। মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালের বর্তমানে আইসিইউতে ৯ জনসহ মোট ১০৫ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগী আছেন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। এদিকে, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৪৫টি নমুনা পরীক্ষা করে ২১ জন করোনা শনাক্ত হয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।