ট্টগ্রামের মানুষের জন্য প্রথমবারের মতো ফাইজারের ১৬ হাজার ১৩০টি করোনার টিকা এসেছে।
সোমবার (১১ অক্টোবর) রাতে ফ্রিজার ভ্যানে এসব টিকা ঢাকা থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এসে পৌঁছে। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, এতোদিন চট্টগ্রামের মানুষকে মডার্না, অ্যাস্ট্রোজেনেকা করোনা ভ্যাকসিন দেওয়া হলেও প্রথমবারের মতো চট্টগ্রামের জন্য ফাইজারের ১৬ হাজার ১৩০টি টিকা পাওয়া গেছে। নতুন চালানের এসব টিকা শিগগিরই বিতরণের ব্যবস্থা করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।