শেখ খায়রুল ইসলাম|পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছায় করোনার প্রাদূর্ভাব বৃদ্ধি পাওয়ায় পৌরসভা সহ ৪টি হাট-বাজারে কঠোর বিধিনিষেধ আরোপ করার সুপারিশ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি।

মঙ্গলবার উপজেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিধিনিষেধ অনুমোদনের জন্য জেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে।

জেলা কমিটির অনুমোদনক্রমে ১০ জুন বৃহস্পতিবার সকাল ৬টা হতে আরোপিত বিধিনিষেধ কার্যকর শুরু হবে এবং ১৬ জুন বুধবার রাত ১২টা পর্যন্ত তা বহাল থাকবে বলে উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানিয়েছেন।

সম্প্রতি পৌর সদর সহ বেশ কিছু ইউনিয়নে করোনা সংক্রমনের হার ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে উপজেলা করোনা সংক্রমন প্রতিরোধ কমিটি সোমবার জরুরী সভা করে সংক্রমন প্রতিরোধে বিধি নিষেধের ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়।

সিদ্ধান্তগুলো বাস্তবায়নের লক্ষে সুপারিশ আকারে জেলা করোনা সংক্রমন প্রতিরোধ কমিটির নিকট অনুমোদনের জন্য প্রেরণ করে উপজেলা কমিটি।

জেলা কমিটির অনুমোদন সাপেক্ষে বৃহস্পতিবার থেকে পাইকগাছা পৌরসভা, কপিলমুনি হাট, চাঁদখালী হাট, বাঁকা ও কাটিপাড়া বাজারের জন্য কঠোর বিধিনিষেধ কার্যকর হবে। বিধিনিষেধের মধ্যে থাকছে, নির্দিষ্ট এলাকার ঔষধ, নিত্য প্রয়োজনীয় মুদি দোকান, কাঁচা বাজার, কৃষিদ্রব্য ও নির্মাণ সামগ্রী দোকান খোলা থাকবে। অন্য সব ধরণের দোকান পাট ও শপিং মহল বন্ধ থাকবে। সকল ক্রেতা ও বিক্রেতা সহ সর্বসাধারণকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে।

নুন্যতম ৩ ফুট দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মানতে হবে। এসব বিধিনিষেধ প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার দিনভর পৌরসভা সহ সংশ্লিষ্ট হাট-বাজারে মাইকিং করে জনসাধারণকে অবহিত করা হয়েছে।

এসব বিধিনিষেধ যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন।