পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধিঃ
মধুখালী উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের সহযোগিতায় আজ শনিবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে করোনা প্রতিরোধ টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রথম দিনেই উপজেলার প্রতিটি কেন্দ্রে টিকা নিতে আসা জনগণের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আঃ সালাম জানান, আজ শনিবার ৭ আগষ্ট প্রথম দিনে আমরা পরীক্ষা মূলক ভাবে উপজেলার সাবেক ৯টি ইউনিয়নের ৯টি কেন্দ্রে ২৭টি বুথের মাধ্যমে ৫হাজার ৪‘শ টিকা প্রদান করি জনগণের মাঝে।
এছাড়া তিনি জানান, আগামী ১৪ তারিখ থেকে নিয়মিত টিকা কার্যক্রম চালানো হবে। তবে প্রথম দিনেই টিকা নিতে জন সাধারণের উপচে পড়া ভীড় দেখা যাচ্ছে। আগামী ১৪ আগস্ট থেকে সুষ্টুভাবে টিকা প্রদানের জন্য উপজেলার সাবেক ৯টি ইউনিয়নের ২৭টি ওয়ার্ডে ৮১টি কেন্দ্রে মোট ৭২৯টি বুথের মাধ্যমে তিন সপ্তাহে টিকা কার্যক্রম সম্পন্ন করা হবে। প্রতিটি বুথে ২জন টিকা কর্মী এবং ৩জন করে স্বেচ্ছাসেবী কর্মীর ব্যবস্থা করা হয়েছে। এতে প্রাথমিক, মাধ্যমিক শিক্ষক ও আনসার বাহিনী সদস্য এবং রেড ক্রিসেন্ট সদস্যরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন।
মধুখালী উপজেলায় প্রায় দেড় লক্ষ টিকা প্রদানের টার্গেট নেওয়া হয়েছে বলে তিনি জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।