তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গত ৯ মাসে ১ লক্ষ ৭ হাজার ২৪১জন করোনা ভাইরাসের টিকা প্রথম এবং ২য় ডোজ নিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, এই উপজেলায় করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচী শুরু করা হয় ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি মাস থেকে।
৭ ফেব্রুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ৬৪ হাজার ৩৩৮ জন, ২য় ডোজ নিয়েছেন ৪২ হাজার ৯০৩ জন। নিবন্ধন করে টিকা নেওয়ার জন্য অপেক্ষায় আছেন ৩৬ হাজার ৪৬৮ জন। ২০১১ সালের আদম শুমারি গণনা অনুযায়ী এই উপজেলায় মোট জনসংখ্যা রয়েছে ২ লক্ষ ৪১ হাজার ৫৯ জন।
উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, প্রতিদিন টিকা দেওয়া হচ্ছে। কোন রকম হয়রানি ছাড়াই সাধারন মানুষ টিকা পাচ্ছেন। কাউকেই টিকার জন্য ঘুরতে হচ্ছে না। যারা নিবন্ধন করে টিকা নেওয়ার জন্য অপেক্ষায় আছেন তাদেরও দ্রুত টিকা দেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।