মোস্তাফা কামাল,  কেশবপুর (যশোর)প্রতিনিধিঃ করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী সারা দেশের ন্যায় কেশবপুরের ০২নং সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদেও শুরু হয়েছে গণটিকাদান কর্মসূচি। টিকা গ্রহণের জন্য সাধারন মানুষের দীর্ঘলাইনে অপেক্ষা। শনিবার (০৭ আগস্ট) সকাল ৯ টা থেকে তিনটা বুথে টিকা প্রদান কার্যক্রম শুরু হয় এতে সর্বমোট ছয়শত মানুষ টিকা গ্রহন করবে।

টিকা প্রদানে অংশগ্রহণ করেন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এফপিআই বিশ্বনার্থ আইচ, এইচএ ইউনুচ আলী, এফ ডবলু এ ফরিদা আক্তার, এইচ এ শামসুন্নাহার, এফ ডবলু এ শামসুন্নাহার, এইচ এ সঞ্জয় চক্রবর্তী, এফ ডবলু এ দিল আফরোজ, লাকি পারভীন, পারমিতা দাশ। চিংড়া পুলিশ ফাঁড়ির এস আই ওয়ালিউল ইসলামের সার্বিক সহযোগীতায় উপস্থিত ছিলেন, টিকা প্রদান কেন্দ্রে উপস্থিত ছিলেন, বিআরডিবি উপ প্রকল্প কর্মকর্তা জিএম আজমল হোসেন, মোজামম্মেল হোসেন, আনসার ভিডিবির ইউনিয়ন কমান্ডার আলী হোসেন, সদস্য আবু দাউদ, ইয়াসিন আলী, গ্রাম পুলিশ আব্দুল আজিজ, মোঃ চাঁনতুল্য, খলিলুর রহমান, আবুল কাশেম প্রমুখ।