বিশ্বে ২৪ ঘণ্টায় প্রায় ৯ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মহামারির শুরুর পর গত এক বছরে একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড এটি। শনিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, গ্রিনিচ মান সময় শনিবার সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন দেশের সরকারি তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৮ লাখ ৯৩ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত ৮ জানুয়ারি এক দিনে ৮ লাখ ১৯ হাজার সংক্রমণের তথ্য রেকর্ড করা হয়েছিল। মোট আক্রান্তের এক তৃতীয়াংশই ভারতে। শুক্রবার দেশটিতে ৩ লাখ ৩২ হাজার ৭৩০ এবং শনিবার ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জনের আক্রান্তের তথ্য রেকর্ড করা হয়। বিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড পরপর দুদিন ভঙ্গ করলো ভারত। ভারতে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬২৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

মহামারি দেশটিতে এ পর্যন্ত প্রায় ১ লাখ ৯০ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এক সপ্তাহে নতুন মোট নতুন সংক্রমণের তালিকায় ভারতের পর আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও তুরস্ক। সংক্রমণের ঊর্ধ্বমুখীতার কারণে ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ছাড়িয়ে