প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ১০, রাজশাহীতে ৯, ময়মনসিংহে ৫, কুষ্টিয়ায় ৫, দিনাজপুরে ৪ ও চাঁদপুরে ২ জন মারা যান। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে- ময়মনসিংহ প্রতিনিধি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনা শনাক্ত হয়ে এবং ১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে করোনায় মারা যায় তারা হলেন, ময়মনসিংহ সদরের খালেদা বেগম (৬৫), গফরগাঁয়ের আনোয়ারা (৬৫), ফুলবাড়িয়ার মোকসেদ আলী (৫৫), শেরপুর নালিতাবাড়ির রঞ্জিত সাহা (৬০)। এসময় সন্দেহজনক করোনা উপসর্গ নিয়ে মারা যান গাজীপুরের শরীফা খাতুন (৫৫)। ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ৪০২ আসনের ডেডিকেটেড করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৯২জন। এর মধ্যে ১৩ জন আইসিইউতে আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২০ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। চট্টগ্রাম প্রতিনিধি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৯৩ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ৩১৮ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৭ হাজার ৬৭০ জনে। আজ সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা এবং তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮২ জনে। আজ সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এসব তথ্য জানান। তিনি বলেন, দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ২০৫ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৭৫ শতাংশ। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯৮৭ জনের।
বর্তমানে সক্রিয় করোনা রোগী ২৩৮ জন। রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চার জন পুরুষ ও পাঁচ জন নারী। আজ মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান। তিনি বলেন, নয়জনের মধ্যে তিনজনের বাড়ি রাজশাহীতে। এ ছাড়া, দুইজন চাঁপাইনবাবগঞ্জ, তিন জন নাটোরও একজন পাবনার বাসিন্দা। এদের মধ্যে চার জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়া চার জনের মধ্যে একজন রাজশাহী, একজন চাঁপাইনবাবগঞ্জ ও দুই জনের বাড়ি নাটোরে।’ কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে করোনায় দুই জন ও উপসর্গে তিন জন মারা গেছেন। একই সময়ে ২৭১টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৩৪ শতাংশ। আজ মঙ্গলবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে গত ২৪ ঘন্টায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন সংগৃহীত মোট নমুনার সংখ্যা ছিল ৩৬৯টি। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ১৫.৪৪%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন করোনায় আক্রান্ত কেউ মারা যায়নি। উপসর্গে ২ জনের মৃত্যু হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।