![The number of deaths due to corona has increased worldwide, and the number of infected has decreased](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/08/corona.jpeg)
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৪৮ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৬১ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৫৯ জনের, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় এক শ।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার ১০৭ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৫৫ হাজার ৯০৩ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৯৩ জনের এবং শনাক্ত হয়েছে ৩৪ হাজার ৯৯৯ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৬ হাজার ৫৯৬ জন এবং মৃত ১৫৫ জন। ইতালিতে আক্রান্ত ৯ হাজার ৮৯৩ জন এবং মৃত্যু ৪২ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ১৫ হাজার ৭৯২ জন এবং মৃত্যু হয়েছে ২২ জনের। জাপানে মৃত ১৫৫ জন এবং আক্রান্ত ১ লাখ ৬৯ হাজার ৯৭২ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ২৭ জন এবং আক্রান্ত ১৪ হাজার ৫৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ২৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৫৩ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬৬৩ জন এবং ৩০ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৫০ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।