মোত্তাহিদ ইসলাম মারজান, উলিপুর প্রতিনিধিঃ
সারাদেশে বৈশিক মহামারি করোনা ভাইরাস সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পেয়ে পরিস্হিতি আরো ভয়াবহ হচ্ছে।
প্রতিদিনের মতো আজও কুড়িগ্রামের উলিপুর উপজেলায় করোনা সংক্রমণের হার ৩২ জনের টেষ্ট করে ১২ জন শনাক্ত হয়েছে।
উলিপুরে পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় লকডাউনের পরিস্হিতি আরো কঠোর করা হয়েছে। অকারণে ঘোরাফেরা করা লোকদের করা হচ্ছে জরিমানা, এবং চলছে সচেতনতা মূলক মাইকিং এর মাধ্যমে প্রচারণা।
পাশাপাশি সমস্ত জায়গায় উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি )আশরাফুল আলম রাসেল এর নেতৃত্বে অভিযান অব্যাহত রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।