গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী মারা যায়নি সিলেট বিভাগে। আজ সোমবার (১১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায় স্বাক্ষরিত প্রতিবেদন বলা হয়, গত ২৪ ঘন্টায় আরও ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে সিলেট বিভাগে।
এনিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৭১৯ জন। আর এ সময়ে নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়নি। বিভাগে মোট মৃতের সংখ্যা ১ হাজার ১৬৯। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৮০৬ টি, এর মধ্যে ১২ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। এই ১২ জনের মধ্যে ৯ জন সিলেটের বাসিন্দা। এছাড়া হবিঞ্জের ২ জন ও একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন মৌলভীবাজারে। বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫৪ হাজার ৭১৯ জনের মধ্যে সিলেট ৩৩ হাজার ৭০৮ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৩ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৪২ জন ও ৮ হাজার ১২৬ জন রয়েছেন মৌলভীবাজারে। গত ২৪ ঘণ্টায় ১৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন সিলেটে। সুস্থদের মধ্যে ৬ জনই সিলেটের বাসিন্দা। এছাড়া ১০ জন হবিগঞ্জের ও মৌলভীবাজারের ৩ জন। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে মারা গেলেন ১ হাজার ১৬৯ জন। এর মধ্যে সিলেট সর্বোচ্চ ৯৭৬ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং ৭২ জন মারা গেছেন মৌলভীবাজারে। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে ২ জন। এ নিয়ে ৪০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বিভাগের বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৩৭ জন, সুনামগঞ্জের হাসপাতালে ২ জন ও একজন হবিগঞ্জে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।