![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/04/PicsArt_04-08-10.51.35-e1617900947399.jpg)
কেএম জহুরুল হক জনি,গাইবান্ধা থেকেঃ বাংলাদেশ আওয়ামিলীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানসহ তার স্বপরিবার করোনায় আক্রান্ত হয়েছেন।
জানা গেছে,আজ বৃহস্পতিবার(০৮ই এপ্রিল) রংপুর পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, তার স্ত্রী মোছাঃ দিলরুবা আকতার,তার দুই মেয়ে জান্নাতুল ফেরদৌসী লোপা ও কানিজ ফাতেমা নিশাত এবং তার ভাগ্নী রাইশা খাতুনসহ একই পরিবারের ৫ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) উপস্থিতি শনাক্ত হয়।সংশ্লিষ্ট সূত্রে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে উপজেলাবাসীর কাছে তার পরিবারের সকলের সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।