মজুত শেষ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার (১২ আগস্ট) চট্টগ্রামে মডার্নার টিকা প্রদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রেজিস্ট্রেশন করে এসএমএস পাওয়ার পরও অনেকেই টিকা পাননি। চট্টগ্রামে করোনাভাইরাসের টিকার জন্য হাহাকার সৃষ্টি হয়েছে। তবে এখানে সিনোফার্মা এবং অ্যাস্ট্রেজেনেকার টিকা প্রদান সীমিত আকারে চালু রয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি টিকার মজুত শেষ হয়ে যাওয়ার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, মজুত শেষ হয়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামে মডার্নার টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ প্রদান বন্ধ ঘোষণা করা হয়েছে। নতুন করে টিকার সরবরাহ পাওয়া গেলে আবারও টিকা দেওয়া শুরু হবে। এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কিছু সংখ্যক মডার্নার টিকা অবশিষ্ট থাকায় আজ (বৃহস্পতিবার) দুপুর পর্যন্ত ওই টিকা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী জানান, চট্টগ্রামে মডার্নার টিকার মজুত শেষ হয়ে গেছে। ফলে চসিকের সকল কেন্দ্রে মডার্নার টিকা প্রদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। টিকার সরবরাহ পেলে পুনরায় চালু হবে এই কার্যক্রম। চট্টগ্রামে শত শত মানুষ রেজিস্ট্রেশন করে এসএমএস পাওয়ার পরও টিকা পাননি। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সামনে টিকা দিতে এসে অনেককেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা টিকা নিতে আসা আবছার উদ্দিন জানান, একমাস আগে রেজিস্ট্রেশন করে এসএমএস পেয়ে টিকা দিতে এসেছিলাম। কিন্তু এসে দেখি টিকা নাই। টিকা দেওয়া বন্ধ। কোন পূর্ব ঘোষণা ছাড়া এভাবে টিকা প্রদান বন্ধ করে দেওয়ায় আমরা হয়রানির শিকার হলাম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।