![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/10/Image-5892-20221011051813.jpeg)
আজ (মঙ্গলবার, ১১ অক্টোবর) থেকে জেলা ও উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে।
৩ সপ্তাহ চলবে এ কর্মসূচি। এতে প্রায় ১ কোটি শিশুকে টিকার আওতায় আনা হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাসের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান, একযোগে দেশের ৪২৭টি উপজেলায় এ কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
দেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের দেওয়া জন্য বিশেষভাবে তৈরি ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হবে। প্রথম ডোজ নেওয়ার আট সপ্তাহ পর দেওয়া হবে দ্বিতীয় ডোজ।
গত ১১ আগস্ট রাজধানীতে ১৭ শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার পর্যন্ত ৫ থেকে ১১ বছর বয়সী ১২ লাখ ৫৮ হাজারের বেশি শিশু প্রথম ডোজ নিয়েছে।
এখন শুরু হচ্ছে দেশব্যাপী টিকাদান। মঙ্গলবার সব জেলায় টিকা দেওয়া শুরু হবে বলে জানান শামসুল হক। তিনি আরো বলেন, ‘উপজেলা পর্যায়ে টিকা পাঠানো হয়েছে, এখন তারা সেভাবে ব্যবস্থা নেবে।’
শিশুদের এ টিকা পেতে জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে সুরক্ষা ওয়েবপোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে। টিকা কার্ড নিয়ে টিকাদান কেন্দ্রে গেলেই মিলবে টিকা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।