দেশে গত ২৪ ঘণ্টায় কোরনায় আক্রান্ত হয়ে আরও ১ জনের প্রাণহানি হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছেন আরও ৭০৮ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৬৩ এবং মোট শনাক্ত রোগী ২০ লাখ ২৫ হাজার ১৯৭ জন।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৮৫১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৮২৮টি।
এ নিয়ে এখন পর্যন্ত মোট ১ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ।
এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৮৭ জন।
এখন পর্যন্ত মোট সুস্থ ১৯ লাখ ৬৫ হাজার ১৮৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৪ শতাংশ। মারা গেছেন ১ দশমিক ৪৫ শতাংশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।