রাজশাহীর তেরখাদিয়া এস্টিডিয়াম মোরে এস আই আনোয়ার এর নেত্রিতে খুব সুন্দর লকডাউন চলছে,,যানাযায় রাজশাহীতে আশংকাজনক হারে বাড়ছে করোনা আক্রন্তের সংখ্যা, বাড়ছে মৃত্যু মিছিল। তাই জনগনকে বাঁচাতে বৃহস্পতিবার (১০ জুন) রাত সাড়ে নয়টার দিকে রাজশাহী সার্কিট হাউসে প্রশাসনের উদ্যোগে আলোচনায় বসে প্রশাসন। আলোচনা সভায় শুক্রবার (১১ জুন) বিকেল ৫ টা থেকে ১৭ জুন পর্যন্ত লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। এই লকডাউন পালনে জনগনকে সচেতন করতে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের একাধিক টিম কাজ করছে পুরো শহর জুড়ে। এর ধারাবাহিকতায় বিকেল ৫ টার পর আস্তে আস্তে কমতে থাকে মানুষের আনাগোনা। ফলে সন্ধ্যার পর থেকে জনশূন্য হয় পুরো নগরী। নগরীর বিশেষ বিশেষ এলাকা ঘুরে দেখা যায়, নগরীর প্রতিটি প্রবেশমুখে রয়েছে পুলিশ প্রশাসন। কেউ শহরে আসতে বা যেতে চাইলে পুলিশি জবাব দিয়ে যেতে হচ্ছে। পুলিশ প্রতিটি মানুষকে বোঝানোর চেষ্টা করছে বিনা প্রয়োজনে বাইরে থাকবেন না।

Bangladesh police is Covit-19 front fighter তারা তাদের নিজের জীবন বাজি রেখে আজ জনগনের সেবা দিচ্ছে। স্যালুট বাংলাদেশ পুলিশকে!!!