ক্যানসার নিয়ে আমাদের কম বেশি সবারই আতঙ্ক রয়েছে। কারণ এই রোগে আক্রান্ত হলে খুব কম মানুষই বেঁচে ফিরতে পারেন। ক্যানসারের মতো ব্যাধি প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে রোগীর মৃত্যুঝুঁকি কমে। তবে বেশি দেরি করে শনাক্ত হলে ও সঠিক চিকিৎসার আওতায় রোগীকে নেয়া না হলে ক্যানসার ছড়িয়ে পড়ে পুরো শরীরে।

তখন রোগীর মৃত্যু ঘটে। হাড়ের যন্ত্রণা হলে অনেক কিছুরই ইঙ্গিত বলা যায়। চিকিৎসকদের মতে এই লক্ষণ হতে পারে ব্লাড ক্যানসারের। ব্লাড ক্যানসারকে দু’ভাগে ভাগ করা হয়। একটি হলো অ্যাকিউট বা তীব্র ও অন্যটি হলো ক্রনিক বা দীর্ঘস্থায়ী।

চলুন জানা যাক আরও কিছু লক্ষণ:

▫️রক্ত স্বল্পতার জন্য দুর্বলতা
▫️খাবারের অরুচি
▫️বুক ধড়ফড়
▫️পায়ে পানি জমে যাওয়া
▫️ত্বক ফ্যাকাসে হয়ে যাওয়া
▫️দীর্ঘদিন জ্বরে ভোগা
▫️অস্বাভাবিক রক্তক্ষরণ
▫️লসিকাগ্রন্থি ফুলে যাওয়া
▫️লিভার ও প্লীহার আকার বেড়ে যাওয়া
▫️ওজন কমে যাওয়া
▫️হাড়ে তীব্র যন্ত্রণা
▫️ঘুমের মধ্যে ঘেমে যাওয়া ইত্যাদি।