করোনা পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর কোভিড হাসপাতালগুলোতে। রোজই বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। সে সঙ্গে বাড়ছে শ্বাসকষ্টসহ অন্যান্য জটিলতা নিয়ে আইসিইউ রোগী। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, যে কোনো পরিস্থিতি সামাল দিতে পুরোপুরি প্রস্তুত তারা। অন্যদিকে, এ পর্যায়ে এসে সাধারণ মানুষের মধ্যে বেড়েছে করোনার টিকা নেওয়ার আগ্রহ।
দুই সপ্তাহ আগেও হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০জন রোগী ভর্তি হলেও বর্তমানে বেড়েছে রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় ১৪ জনসহ হাসপাতালটির বর্তমান ভর্তি রোগীর সংখ্যা ৯১ জন। যার মধ্যে আইসিইউতে আছেন ২৬ জন। জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর অধিকাংশই করোনার দুই ডোজ টিকা সম্পন্ন করেননি জানিয়েছেন ডিএনসিসির কোভিড হাসপাতালের মুখপাত্র ডা. ফাতেমা তুজ জোহরা জ্যোতি। বলেন, যেকোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত হাসপাতাল কর্তৃপক্ষ।
তিনি বলেন, এখানে আসা বেশির ভাগ রোগীর ২ ডোজ টিকা নেওয়া নাই। যারা আইসিইউতে আছেন তাদের শ্বাসকষ্ট আছে বলেই সেখানে রাখা হয়েছে। সেখানেও দুই ডোজ টিকা নেওয়া নেই। প্রতিটি টিকা কেন্দ্রেই দেখা গেছে টিকাপ্রত্যাশীর উপচেপড়া ভিড়। দেশের একটি টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।