সিলেটে করোনা সংক্রমণ লাগামহীন হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় মারা গেছেন একজন। তিনি সিলেট জেলার বাসিন্দা। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা ২টায় জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ৪ জেলায় ২০১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে ৭৬৯ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।

নতুন শনাক্তকৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪৭০ জন, দ্বিতীয় মৌলভীবাজারে ১৪২ জন, হবিগঞ্জ জেলার ৭১ জন, সুনামগঞ্জ জেলার ৩৬ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেলে আরও ৫০ জন রয়েছেন। করোনার সূচনালগ্ন ২০২০ সালের ১০ মার্চ থেকে এখন পর্যন্ত বিভাগজুড়ে সর্বমোট করোনাক্রান্তের সংখ্যা এখন ৬০ হাজার ৭৪৬ জন।

এদের মধ্যে সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৫০ হাজার ৯৪৪ জন। সর্বমোট মৃত্যু সংখ্যা ১ হাজার ১৯৪ জন। বিভাগজুড়ে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩১৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। সিলেট বিভাগের ৪ জেলা মিলিয়ে হাসপাতালগুলোতে আছেন ২০৮ জন। যাদের মধ্যে ১৪ জন আইসিইউতে রয়েছেন। সরকারি উদ্যোগে সচেতনতা মূলক মাইকিং করা হলেও মানুষের মধ্যে মাস্ক ব্যবহারে অনীহা দেখা গেছে।

 

কলমকথা/বি সুলতানা