দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যেমন কমছে না, তেমনি প্রতিনিয়তই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। শুধু অক্টোবর মাসের ২৯ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জনের মৃত্যু হয়েছে। আর এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩৪ জনের।
এ মাসে প্রতিদিন গড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯১ জন। দৈনিক গড়ে ২.৭২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ মাসে প্রতিদিন গড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯১ জন। দৈনিক গড়ে ২.৭২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) তার আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আরও ৮৬৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৫৯৭ জন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৭৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১ হাজার ৩১৮ জন।
হাসপাতালে ভর্তি ও মৃত্যুর মোট এ সংখ্যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে, ২০১৯ সালে দেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।