জ্বর হলে গায়ে মোটা কাঁথা কিংবা কম্বল জড়িয়ে শুয়ে থাকলেই আরাম লাগে। জ্বর নিয়ে কেউ গোসল করতে চান না। অনেকেই মনে করেন, জ্বর হলে গোসল করা ঠিক নয়। কিন্তু কখনও কখনও চিকিৎসকরাও জ্বর হলে গোসল করার পরামর্শ দেন। এতে শরীর শান্ত ও ঠাণ্ডা হয়। শরীরের তাপমাত্রা কমে, স্থিতিশীল অনুভব হয়।

বিশেষজ্ঞদের মতে, জ্বর হলে সারা গায়ে পানি দিতে না চাইলে শুধু মাথাও ধুয়ে ফেলতে পারেন। কিন্তু এরপরই ভালভাবে মাথা মোছা উচিত। কারণ চুল ভেজা থাকলে শরীর আরও খারাপ হয়ে যেতে পারে।

যদি অতিরিক্ত শীত,বা ঠান্ডা অনুভূতি হয় তবে হালকা গরম পানি দিয়েও গা মুছে দেওয়া যায়।