ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের আক্রান্তের সংখ্যা বাড়ছে। আনন্দবাজার পত্রিকা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, শুক্রবার (১০ ডিসেম্বর) পর্যন্ত দেশটিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এরমধ্যে ১৭ জনই মুম্বাইয়ের।

এরইমধ্যে বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মুম্বাই পুলিশ। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শনিবার (১০ ডিসেম্বর) থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য কোনো বড় জমায়েত, মিছিল করা যাবে না মুম্বাইয়ে। শুক্রবার সাড়ে তিন বছরের একটি শিশুসহ সাত আক্রান্তকে চিহ্নিত করে রাজ্য স্বাস্থ্যদফতর।

তাদের মধ্যে তিন জন তানজানিয়া, ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকা থেকে সম্প্রতি মুম্বইয়ে ফিরেছেন। রাজ্যের মোট ওমিক্রন আক্রান্তের মধ্যে মুম্বাইয়ে পাঁচ জনের দেহে এই ভাইরাস মিলেছে বলেও জানিয়েছে স্বাস্থ্য দফতর।